127. সেজন্য আমি তোমার হুকুমগুলো ভালবাসি,সোনা থেকে, খাঁটি সোনা থেকেও তা ভালবাসি।
128. সেজন্য আমি সর্ব বিষয়ে তোমার সমুদয় আদেশমালা শিরোধার্য জ্ঞান করি,সমস্ত মিথ্যাপথ ঘৃণা করি।
129. তোমার নির্দেশগুলো আশ্চর্য,এজন্য আমার প্রাণ সেগুলো পালন করে।
130. তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে,তা অমায়িকদেরকে বুদ্ধিমান করে।
131. আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম,কেননা তোমার হুকুমগুলোর আকাঙ্খা করছিলাম।
132. আমার প্রতি ফির ও আমার প্রতি রহম কর,যেমন তোমার নামপ্রিয়দের প্রতি করে থাক।
133. তোমার প্রতিজ্ঞা অনুসারে আমার পদক্ষেপ স্থির রাখ,কোন অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক।
134. মানুষের জুলুম থেকে আমাকে মুক্ত কর,তাতে আমি তোমার আদেশমালা পালন করবো।
135. তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,এবং তোমার সমস্ত বিধি আমাকে শিক্ষা দাও।