জবুর শরীফ 119:100-106 কিতাবুল মোকাদ্দস (BACIB)

100. প্রাচীন লোক হতেও আমি বুদ্ধিমান,কারণ আমি তোমার আদেশমালা পালন করেছি।

101. আমি সমস্ত কুপথ থেকে আমার চরণ নিবৃত্ত করেছি,যেন আমি তোমার কালাম পালন করি।

102. আমি তোমার অনুশাসন-পথ থেকে ফিরে যাই নি,কারণ তুমিই আমাকে শিক্ষা দিয়াছ।

103. তোমার বচনগুলো আমার রসনাতে কেমন মিষ্ট লাগে!তা আমার মুখে মধু হতেও মধুর!

104. তোমার আদেশমালা দ্বারা আমার বুদ্ধিলাভ হয়,তাই আমি সমুদয় মিথ্যাপথ ঘৃণা করি।

105. তোমার কালাম আমার চরণের প্রদীপ,আমার পথের আলো।

106. আমি শপথ করেছি, স্থির করেছি,তোমার ধর্মময় সমস্ত অনুশাসন পালন করবো।

জবুর শরীফ 119