1. সুখী তারা, যারা আচরণে সিদ্ধ,যারা মাবুদের শরীয়তের পথে চলে।
2. সুখী তারা, যারা তাঁর সমস্ত নির্দেশ পালন করে;যারা সর্বান্তঃকরণে তাঁর খোঁজ করে।
3. আবার তারা অন্যায় করে না,তারা তাঁর সকল পথে গমন করে।
4. তুমি তোমার আদেশমালা হুকুম করেছ,যেন আমরা যত্নপূর্বক তা পালন করি।
5. আহা! আমার সমস্ত পথ সুস্থির হোক,যেন আমি তোমার বিধিগুলো পালন করি।
6. তখন আমি লজ্জিত হব না,যখন তোমার সমস্ত হুকুমের প্রতি দৃষ্টি রাখি।