জবুর শরীফ 118:4-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. যারা মাবুদকে ভয় করে, তারা বলুক,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

5. আমি সঙ্কটের মধ্য থেকে মাবুদকে ডাকলাম;মাবুদ আমাকে জবাব দিলেন এবং মুক্ত করলেন।

6. মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করবো না;মানুষ আমার কি করতে পারে?

7. মাবুদ আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী;তাই আমি আমার বিদ্বেষীদের দশা দেখব।

8. মানুষের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম।

9. প্রধানবর্গের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম।

10. সমুদয় জাতি আমাকে ঘিরে রেখেছে;মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো।

11. তারা আমাকে ঘিরে রেখেছে, হ্যাঁ, আমাকে ঘিরে রেখেছে,মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো।

12. মধুমক্ষিকার মত তারা আমাকে ঘিরে রেখেছে,কাঁটার আগুনের মত তারা নিভে গেল;মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো।

13. তুমি আমাকে ফেলে দেবার জন্য ধাক্কা মেরেছ,কিন্তু মাবুদ আমার সাহায্য করলেন।

14. মাবুদ আমার বল ও গান;তিনি আমার উদ্ধার হয়েছেন।

জবুর শরীফ 118