23. এটা মাবুদই করেছেন,আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে।
24. আজ মাবুদের কৃত দিন;আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করবো।
25. হে মাবুদ, আরজ করি, উদ্ধার কর;হে মাবুদ, আরজ করি, সাফল্য দাও।
26. তিনি ধন্য হোন, যিনি প্রভুর নামে আসছেন;আমরা মাবুদের গৃহ থেকে তোমাদেরকে দোয়া করি।
27. মাবুদই আল্লাহ্;তিনি আমাদেরকে আলো দিয়েছেন;তোমরা দড়ি দিয়ে উৎসবের কোরবানী কোরবানগাহ্র শৃঙ্গে বাঁধ।
28. তুমি আমার আল্লাহ্, আমি তোমার প্রশংসা করবো;তুমি আমার আল্লাহ্, আমি তোমার প্রতিষ্ঠা করবো।
29. তোমরা মাবুদের শুকরিয়া কর,কেননা তিনি মঙ্গলময়;তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।