19. আমার জন্য ধার্মিকতার সমস্ত দ্বার দরজা খুলে দাও;আমি তা দিয়ে প্রবেশ করবো, মাবুদের শুকরিয়া করবো।
20. এই তো মাবুদের দরজা,এর মধ্য দিয়েই ধার্মিকেরা প্রবেশ করে।
21. আমি তোমার প্রশংসা করবো,কেননা তুমি আমাকে উত্তর দিয়েছ,আর তুমি আমার উদ্ধার হয়েছ।
22. রাজমিস্ত্রিরা যে পাথর অগ্রাহ্য করেছে,তা কোণের প্রধান পাথর হয়ে উঠলো।
23. এটা মাবুদই করেছেন,আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে।
24. আজ মাবুদের কৃত দিন;আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করবো।
25. হে মাবুদ, আরজ করি, উদ্ধার কর;হে মাবুদ, আরজ করি, সাফল্য দাও।