16. মাবুদের ডান হাত উন্নত,মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।
17. আমি মরবো না, কিন্তু জীবিত থাকব,আর মাবুদের সমস্ত কাজ বর্ণনা করবো।
18. মাবুদ আমাকে কঠিন শাস্তি দিয়েছেন,কিন্তু মৃত্যুর হাতে তুলে দেন নি।
19. আমার জন্য ধার্মিকতার সমস্ত দ্বার দরজা খুলে দাও;আমি তা দিয়ে প্রবেশ করবো, মাবুদের শুকরিয়া করবো।
20. এই তো মাবুদের দরজা,এর মধ্য দিয়েই ধার্মিকেরা প্রবেশ করে।
21. আমি তোমার প্রশংসা করবো,কেননা তুমি আমাকে উত্তর দিয়েছ,আর তুমি আমার উদ্ধার হয়েছ।
22. রাজমিস্ত্রিরা যে পাথর অগ্রাহ্য করেছে,তা কোণের প্রধান পাথর হয়ে উঠলো।