জবুর শরীফ 118:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. মাবুদ আমার বল ও গান;তিনি আমার উদ্ধার হয়েছেন।

15. ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে;মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।

16. মাবুদের ডান হাত উন্নত,মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।

17. আমি মরবো না, কিন্তু জীবিত থাকব,আর মাবুদের সমস্ত কাজ বর্ণনা করবো।

জবুর শরীফ 118