জবুর শরীফ 118:12-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. মধুমক্ষিকার মত তারা আমাকে ঘিরে রেখেছে,কাঁটার আগুনের মত তারা নিভে গেল;মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো।

13. তুমি আমাকে ফেলে দেবার জন্য ধাক্কা মেরেছ,কিন্তু মাবুদ আমার সাহায্য করলেন।

14. মাবুদ আমার বল ও গান;তিনি আমার উদ্ধার হয়েছেন।

15. ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে;মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।

16. মাবুদের ডান হাত উন্নত,মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।

17. আমি মরবো না, কিন্তু জীবিত থাকব,আর মাবুদের সমস্ত কাজ বর্ণনা করবো।

18. মাবুদ আমাকে কঠিন শাস্তি দিয়েছেন,কিন্তু মৃত্যুর হাতে তুলে দেন নি।

19. আমার জন্য ধার্মিকতার সমস্ত দ্বার দরজা খুলে দাও;আমি তা দিয়ে প্রবেশ করবো, মাবুদের শুকরিয়া করবো।

20. এই তো মাবুদের দরজা,এর মধ্য দিয়েই ধার্মিকেরা প্রবেশ করে।

21. আমি তোমার প্রশংসা করবো,কেননা তুমি আমাকে উত্তর দিয়েছ,আর তুমি আমার উদ্ধার হয়েছ।

22. রাজমিস্ত্রিরা যে পাথর অগ্রাহ্য করেছে,তা কোণের প্রধান পাথর হয়ে উঠলো।

23. এটা মাবুদই করেছেন,আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে।

24. আজ মাবুদের কৃত দিন;আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করবো।

25. হে মাবুদ, আরজ করি, উদ্ধার কর;হে মাবুদ, আরজ করি, সাফল্য দাও।

26. তিনি ধন্য হোন, যিনি প্রভুর নামে আসছেন;আমরা মাবুদের গৃহ থেকে তোমাদেরকে দোয়া করি।

27. মাবুদই আল্লাহ্‌;তিনি আমাদেরকে আলো দিয়েছেন;তোমরা দড়ি দিয়ে উৎসবের কোরবানী কোরবানগাহ্‌র শৃঙ্গে বাঁধ।

জবুর শরীফ 118