4. তখন আমি মাবুদের নামে ডাকলাম,আরজ করি, হে মাবুদ, আমার প্রাণ রক্ষা কর।
5. মাবুদ মমতায় পূর্ণ ও ধর্মময়,আমাদের আল্লাহ্ স্নেহশীল।
6. মাবুদ অমায়িক লোকদেরকে রক্ষা করেন;আমি দীনহীন হলে তিনি আমার উদ্ধার করলেন।
7. হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরে যাও,কেননা মাবুদ তোমার মঙ্গল করেছেন।
8. কারণ তুমি মৃত্যু থেকে আমার প্রাণ,অশ্রু থেকে আমার চোখ,পতন থেকে আমার চরণ উদ্ধার করেছ।
9. আমি মাবুদের সাক্ষাতে যাতায়াত করবো,জীবিতদের দেশেই করবো।
10. আমার বিশ্বাস আছে, তাই কথা বলবো;আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম।
11. আমি উদ্বেগে বলেছিলাম, সব মানুষই মিথ্যাবাদী।
12. আমি মাবুদ থেকে যেসব মঙ্গল পেয়েছি,তার পরিবর্তে তাঁকে কি ফিরিয়ে দেব?
13. আমি উদ্ধারের পানপাত্র গ্রহণ করবো,এবং মাবুদের নামে ডাকব।
14. আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো;তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।
15. মাবুদের দৃষ্টিতে তাঁর বিশ্বস্তদের মৃত্যুর মূল্য অনেক বেশি।
16. আরজ করি, হে মাবুদ, আমি তোমার গোলাম;আমি তোমার গোলাম, তোমার বাঁদীর পুত্র;তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
17. আমি তোমার উদ্দেশে শুকরিয়া কোরবানী উৎসর্গ করবো,আর মাবুদের নামে ডাকব।
18. মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো,তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;
19. মাবুদের গৃহের প্রাঙ্গণে,হে জেরুশালেম, তোমারই মধ্যে পূর্ণ করবো।মাবুদের প্রশংসা হোক!