জবুর শরীফ 116:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. মাবুদের দৃষ্টিতে তাঁর বিশ্বস্তদের মৃত্যুর মূল্য অনেক বেশি।

16. আরজ করি, হে মাবুদ, আমি তোমার গোলাম;আমি তোমার গোলাম, তোমার বাঁদীর পুত্র;তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।

17. আমি তোমার উদ্দেশে শুকরিয়া কোরবানী উৎসর্গ করবো,আর মাবুদের নামে ডাকব।

18. মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো,তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;

19. মাবুদের গৃহের প্রাঙ্গণে,হে জেরুশালেম, তোমারই মধ্যে পূর্ণ করবো।মাবুদের প্রশংসা হোক!

জবুর শরীফ 116