1. আমি মাবুদকে মহব্বত করি,কারণ তিনি আমার স্বর ও আমার বিনতি শোনেন।
2. তিনি আমার কথায় কান দিয়েছেন,সেজন্য আমি সারা জীবন তাঁকে ডাকব।
3. মৃত্যুর দড়ি আমাকে বেষ্টন করলো,পাতালের যন্ত্রণা আমাকে পেয়ে বসলো,আমি সঙ্কটে ও দুঃখে পড়লাম।
4. তখন আমি মাবুদের নামে ডাকলাম,আরজ করি, হে মাবুদ, আমার প্রাণ রক্ষা কর।
5. মাবুদ মমতায় পূর্ণ ও ধর্মময়,আমাদের আল্লাহ্ স্নেহশীল।
6. মাবুদ অমায়িক লোকদেরকে রক্ষা করেন;আমি দীনহীন হলে তিনি আমার উদ্ধার করলেন।
7. হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরে যাও,কেননা মাবুদ তোমার মঙ্গল করেছেন।
8. কারণ তুমি মৃত্যু থেকে আমার প্রাণ,অশ্রু থেকে আমার চোখ,পতন থেকে আমার চরণ উদ্ধার করেছ।