8. যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,আর যে কেউ সেসব জিনিসের উপর নির্ভর করে।
9. হে ইসরাইল, তুমি মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
10. হারুনের কুল, তোমরা মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
11. মাবুদের ভয়কারীরা, মাবুদের উপর নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
12. মাবুদ আমাদের মনে রেখেছেন;তিনি দোয়া করবেন, ইসরাইলের কুলকে দোয়া করবেন,হারুনের কুলকে দোয়া করবেন।
13. যারা মাবুদকে ভয় করে,তিনি তাদেরকে দোয়া করবেন,ক্ষুদ্র কি মহান সকলকেই করবেন।
14. মাবুদ তোমাদের বৃদ্ধি করুন,তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।
15. তোমরা মাবুদের দোয়ার পাত্র,তিনি বেহেশতের ও দুনিয়ার নির্মাণকর্তা।
16. বেহেশত মাবুদেরই বেহেশত,কিন্তু তিনি দুনিয়া মানুষকে দিয়েছেন।
17. মৃতেরা মাবুদের প্রশংসা করে না,যারা নিস্তব্ধ স্থানে নামে, তারা কেউ করে না।