জবুর শরীফ 115:2-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. জাতিরা কেন বলবে, ‘কোথায় ওদের আল্লাহ্‌?’

3. আমাদের আল্লাহ্‌ তো বেহেশতে থাকেন;তিনি যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন।

4. ওদের সমস্ত মূর্তি রূপা ও সোনা,মানুষের হাতের কাজ।

5. মুখ থাকতেও তারা কথা বলে না;চোখ থাকতেও দেখতে পায় না;

6. কান থাকতেও শুনতে পায় না;নাক থাকতেও ঘ্রাণ নিতে পারে না;

7. হাত থাকতেও স্পর্শ করতে পারে না;পা থাকতেও চলতে পারে না;তারা কণ্ঠ দিয়ে কোন আওয়াজ করতে পারে না।

জবুর শরীফ 115