2. ধন্য মাবুদের নাম,এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
3. সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্তমাবুদের নাম প্রশংসনীয়।
4. মাবুদ সর্বজাতির উপরে অবস্থিত,তাঁর গৌরব আসমানের উপরে উন্নত।
5. কে আমাদের আল্লাহ্ মাবুদের মত?তিনি ঊর্ধ্বে সমাসীন;
6. তিনি অবনত হয়ে দৃষ্টিপাত করেন আসমানে ও দুনিয়াতে।
7. তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন,সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান;