জবুর শরীফ 113:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা মাবুদের প্রশংসা কর।হে মাবুদের গোলামেরা, প্রশংসা কর,মাবুদের নামের প্রশংসা কর।

2. ধন্য মাবুদের নাম,এখন থেকে অনন্তকাল পর্যন্ত।

3. সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্তমাবুদের নাম প্রশংসনীয়।

4. মাবুদ সর্বজাতির উপরে অবস্থিত,তাঁর গৌরব আসমানের উপরে উন্নত।

জবুর শরীফ 113