জবুর শরীফ 110:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ আমার প্রভুকে বলেন, তুমি আমার ডান দিকে বস,যতদিন আমি তোমার দুশমনদেরকে তোমার পাদপীঠ না করি।

2. মাবুদ সিয়োন থেকে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করবেন,তুমি তোমার দুশমনদের মধ্যে কর্তৃত্ব করো।

3. তোমার সৈন্যসামন্ত সংগ্রহ দিনে,তোমার লোকেরা স্বেচ্ছায় দেওয়া উপহার হবে;পবিত্র শোভায়, ঊষার গর্ভ থেকে,তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য।

4. মাবুদ শপথ করলেন, অনুশোচনা করবেন না,তুমি অনন্তকালীন ইমাম, মাল্‌কীসিদ্দিকের রীতি অনুসারে।

জবুর শরীফ 110