26. হে মাবুদ, আমার আল্লাহ্, আমায় সাহায্য কর,নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,
27. যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত,তুমিই, হে মাবুদ, এসব করেছ।
28. তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো;তারা উঠলে লজ্জিত হবে,কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।
29. আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে,পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে।
30. আমি নিজের মুখে মাবুদের অতিশয় শুকরিয়া করবো,লোকারণ্যের মধ্যে তাঁর প্রশংসা করবো।
31. কারণ তিনি দরিদ্রের পক্ষে দাঁড়িয়ে থাকেন,যেন তাদের থেকে তাকে উদ্ধার করেন যারা তাকে মৃত্যুর শাস্তি দিতে চায়।