11. মহাজন তার সর্বস্ব আটক করুক,অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।
12. তার প্রতি কৃপা করে, এমন কেউ না থাকুক,তার এতিম সন্তানদের প্রতি কেউ দয়া না করুক।
13. তার ভবিষ্যৎ বংশ উচ্ছিন্ন হোক,পরবর্তী বংশধরের সময়ে তাদের নাম মুছে যাক।
14. তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক,তার মায়ের গুনাহ্ মুছে না যাক।
15. সেসব সর্বদা মাবুদের সাক্ষাতে থাকুক,যেন তিনি দুনিয়া থেকে তাদের স্মৃৃতি লোপ করেন।