1. হে আমার প্রশংসার পাত্র আল্লাহ্, নীরব থেকো না।
2. কেননা লোকে আমার বিরুদ্ধে নাফরমানীর মুখ ও ছলের মুখ খুলেছে;তারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সঙ্গে কথা বলেছে।
3. তারা ঘৃণার কথা দিয়ে আমাকে ঘিরে ফেলেছে,এবং অকারণে আমার সঙ্গে যুদ্ধ করেছে।
4. আমার প্রেমের পরিবর্তে তারা আমার বিপক্ষ হয়েছে,কিন্তু আমি মুনাজাতে রত।
5. তারা আমার উপরে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল,আমার প্রেমের পরিবর্তে হিংসা রেখেছে।
6. তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর;বিপক্ষ তার ডান পাশে দাঁড়িয়ে থাকুক।
7. বিচারে সে দোষী সাব্যস্ত হোক,তার মুনাজাত গুনাহ্রূপে গণিত হোক।