2. জাগ্রত হও, নেবল ও বীণা;আমি ঊষাকে জাগ্রত করবো।
3. হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।
4. কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ,তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
5. হে আল্লাহ্, আসমানের উপরে উন্নত হও;সমস্ত দুনিয়ার উপরে তোমার গৌরব উন্নত হোক।