জবুর শরীফ 108:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির;আমি কাওয়ালী গাইব, তোমার গৌরব করবো।হে আমার দিল, জাগ্রত হও।

2. জাগ্রত হও, নেবল ও বীণা;আমি ঊষাকে জাগ্রত করবো।

3. হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।

4. কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ,তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।

জবুর শরীফ 108