জবুর শরীফ 107:40-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢেলে দেন,পথহীন মরুভূমিতে তাদের ভ্রমণ করান;

41. কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে উচ্চে স্থাপন করেন,আর ভেড়ার পালের মত পরিবারের বৃদ্ধি করেন।

42. তা দেখে সরল লোকে আনন্দিত হয়,আর সমস্ত নাফরমানী তার মুখ রুদ্ধ করে।

43. জ্ঞানবান কে? সে এ সব বিবেচনা করবে,তারা মাবুদের অটল মহব্বত আলোচনা করবে।

জবুর শরীফ 107