জবুর শরীফ 107:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তারা মরুভূমিতে নির্জন পথে পরিভ্রমণ করলো,বসতি-নগর পেল না।

5. তারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত হল,তাদের প্রাণ অন্তরে মূর্চ্ছাপন্ন হল।

6. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।

7. তিনি তাদেরকে সরল পথেও গমন করালেন,যেন তারা বসতি-নগরে যেতে পারে।

8. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের দরুন,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুণ।

জবুর শরীফ 107