জবুর শরীফ 107:30-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. তখন তারা আনন্দ করে, কেননা শান্তি হল,আর তিনি তাদেরকে তাদের অভীষ্ট পোতাশ্রয়ে নিয়ে যান।

31. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের জন্য,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের জন্য!

32. তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক,প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক।

33. তিনি সমস্ত নদীকে মরুভূমিতে,পানির ফোয়ারাগুলোকে শুকনো ভূমিতে পরিণত করেন,

34. তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন,সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য।

35. তিনি মরুভূমিকে জলাশয়ে,মরুভূমিকে পানির ফোয়ারাগুলোতে পরিণত করেন;

36. আর সেখানে তিনি ক্ষুধিত লোকদেরকে বাস করান,যেন তারা বসতি-নগর প্রস্তুত করে,

37. এবং ক্ষেতে বীজ বপন ও আঙ্গুরলতা রোপণ করে,এবং উৎপন্ন ফল সঞ্চয় করে।

38. তিনি তাদেরকে দোয়া করেন, তাই তারা অতিশয় বৃদ্ধি পায়,এবং তিনি তাদের পশুদের হ্রাস পেতে দেন না।

39. আবার তারা হ্রাস পায় ও অবনত হয়,উৎপীড়ন, বিপদ ও শোকের জন্য।

40. তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢেলে দেন,পথহীন মরুভূমিতে তাদের ভ্রমণ করান;

41. কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে উচ্চে স্থাপন করেন,আর ভেড়ার পালের মত পরিবারের বৃদ্ধি করেন।

42. তা দেখে সরল লোকে আনন্দিত হয়,আর সমস্ত নাফরমানী তার মুখ রুদ্ধ করে।

43. জ্ঞানবান কে? সে এ সব বিবেচনা করবে,তারা মাবুদের অটল মহব্বত আলোচনা করবে।

জবুর শরীফ 107