27. তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে,তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।
28. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন।
29. তিনি ঝড় প্রশমিত করেন;তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়।
30. তখন তারা আনন্দ করে, কেননা শান্তি হল,আর তিনি তাদেরকে তাদের অভীষ্ট পোতাশ্রয়ে নিয়ে যান।