22. তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক,আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক।
23. যারা জাহাজে চড়ে সমুদ্রযাত্রা করে,মহাসমুদ্রের মধ্যে বাণিজ্য করে,
24. তারা মাবুদের সমস্ত কাজ দেখে,গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে।
25. তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন,তা পানির তরঙ্গমালা উঠায়।
26. তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে;বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়।
27. তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে,তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।
28. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন।
29. তিনি ঝড় প্রশমিত করেন;তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়।
30. তখন তারা আনন্দ করে, কেননা শান্তি হল,আর তিনি তাদেরকে তাদের অভীষ্ট পোতাশ্রয়ে নিয়ে যান।
31. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের জন্য,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের জন্য!
32. তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক,প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক।