19. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করেন।
20. তিনি তাঁর কালাম পাঠিয়ে তাদের সুস্থ করেন,ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করেন।
21. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের জন্য,মানবজাতির প্রতি তাঁর অলৌকিক কাজের জন্য!
22. তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক,আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক।
23. যারা জাহাজে চড়ে সমুদ্রযাত্রা করে,মহাসমুদ্রের মধ্যে বাণিজ্য করে,
24. তারা মাবুদের সমস্ত কাজ দেখে,গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে।