জবুর শরীফ 107:12-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তাই তিনি তাদের অন্তর কঠিন পরিশ্রমে অবনত করলেন;তারা পড়ে গেল, সাহায্যকারী কেউ ছিল না।

13. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন।

14. তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া থেকে তাদেরকে বের করে আনলেন,তাদের বন্ধনগুলো কেটে ফেললেন।

15. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের দরুন,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুন!

16. কারণ তিনি ব্রোঞ্জের দ্বার ভেঙ্গে ফেলেছেন,লোহার অর্গল কেটে ফেলেছেন।

17. মূর্খেরা নিজেদের অধর্মাচরণের দরুন,নিজেদের অপরাধের দরুন দুর্দশাপন্ন হয়।

18. তাদের প্রাণ সমস্ত খাদ্যদ্রব্য ঘৃণা করে,তারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়।

19. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করেন।

20. তিনি তাঁর কালাম পাঠিয়ে তাদের সুস্থ করেন,ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করেন।

জবুর শরীফ 107