1. মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
2. মাবুদের মুক্ত করা লোকেরা এই কথা বলুক,যাদেরকে তিনি বিপক্ষের হাত থেকে মুক্ত করেছেন,
3. যাদেরকে তিনি সংগ্রহ করেছেন নানা দেশ থেকে,পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে।
4. তারা মরুভূমিতে নির্জন পথে পরিভ্রমণ করলো,বসতি-নগর পেল না।
5. তারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত হল,তাদের প্রাণ অন্তরে মূর্চ্ছাপন্ন হল।
6. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।
7. তিনি তাদেরকে সরল পথেও গমন করালেন,যেন তারা বসতি-নগরে যেতে পারে।
8. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের দরুন,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুণ।
9. কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে,তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।