জবুর শরীফ 106:8-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তবুও তিনি তাঁর নামের অনুরোধে তাদেরকে উদ্ধার করলেন,যেন তিনি তাঁর মহাশক্তির কথা জানাতে পারেন।

9. তিনি লোহিত সাগরকে ধমক দিলেন, আর তা শুকিয়ে গেল,তিনি তাদেরকে পানির মধ্য দিয়ে চালালেন,যেমন মরুভূমি দিয়ে চালায়।

10. আর তিনি বিদ্বেষীর হাত থেকে তাদেরকে উদ্ধার করলেন,দুশমনের হাত থেকে তাদেরকে মুক্ত করলেন;

11. পানি তাদের দুশমনদেরকে আচ্ছাদন করলো,ওদের এক জনও অবশিষ্ট থাকলো না।

12. তখন তারা তাঁর কালামে বিশ্বাস করলো,তাঁর প্রশংসা গান করলো।

13. তারা ত্বরায় তাঁর সমস্ত কাজ ভুলে গেল,তাঁর মন্ত্রণার অপেক্ষায় রইলো না;

14. কিন্তু মরুভূমিতে অত্যন্ত লোভ করলো,মরুভূমিতে আল্লাহ্‌র পরীক্ষা করলো।

15. তাতে তিনি তাদের প্রার্থিত বস্তু তাদেরকে দিলেন,কিন্তু তাদের মধ্যে ধ্বংসকারী একটি ব্যাধিও পাঠালেন।

16. আরও তারা শিবিরের মধ্যে মূসার প্রতি,ও মাবুদের পবিত্র লোক হারুনের প্রতি ঈর্ষা করলো।

জবুর শরীফ 106