29. এভাবে তারা নিজ নিজ কাজ দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো;তাই তাদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব হল।
30. তখন পীনহস দাঁড়িয়ে বিচার সাধন করলেন,তাতে মহামারী নিবৃত্ত হল।
31. তাঁর পক্ষে তা ধার্মিকতা বলে গণনা করা হল,পুরুষ পরস্পরায় চিরকালের জন্য গণনা করা হল।
32. তারা মরীবার পানির কাছেও আল্লাহ্র ক্রোধ জন্মাল,আর তাদের জন্য মূসার বিপদ ঘটলো;
33. কেননা তারা তাঁর রূহের বিরুদ্ধে বিদ্রোহী হল,আর উনি তাদের ওষ্ঠাধরে অবিবেচনার কথা বললেন।