8. তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন,সেই কালাম তিনি হাজার হাজার প্রজন্মের প্রতি হুকুম করেছেন;
9. সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন,সেই শপথ ইস্হাকের কাছে করলেন;
10. তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে,ইসরাইলের জন্য চিরকালীন নিয়ম হিসেবে দাঁড় করালেন।
11. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের উত্তরাধিকারের জন্য তোমার অংশ।