5. স্মরণ কর তাঁর কৃত সমস্ত অলৌকিক কাজ,তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর উচ্চারিত সমস্ত শাসন;
6. হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশ,হে ইয়াকুবের সন্তানেরা, তাঁর মনোনীত লোকেরা।
7. তিনি মাবুদ, আমাদের আল্লাহ্,তাঁর সমস্ত শাসন সারা দুনিয়াতে বিদ্যমান।
8. তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন,সেই কালাম তিনি হাজার হাজার প্রজন্মের প্রতি হুকুম করেছেন;
9. সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন,সেই শপথ ইস্হাকের কাছে করলেন;
10. তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে,ইসরাইলের জন্য চিরকালীন নিয়ম হিসেবে দাঁড় করালেন।
11. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের উত্তরাধিকারের জন্য তোমার অংশ।
12. তৎকালে তারা সংখ্যাতে বেশি ছিল না, তারা অল্পই ছিল,এবং সেখানে প্রবাসী ছিল।
13. তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে,এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত।
14. তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না,বরং তাদের জন্য বাদশাহ্দেরকে অনুযোগ করতেন;
15. ‘আমার অভিষিক্ত ব্যক্তিদের স্পর্শ করো না,আমার নবীদের অপকার করো না।’
16. আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করলেন,খাদ্যরূপ সমস্ত লাঠি ভেঙ্গে ফেললেন।