জবুর শরীফ 105:42-45 কিতাবুল মোকাদ্দস (BACIB)

42. কারণ তিনি তাঁর পবিত্র কালাম স্মরণ করলেন,তাঁর গোলাম ইব্রাহিমকে স্মরণ করলেন।

43. তিনি তাঁর লোকদেরকে আনন্দ সহ,নিজের মনোনীত লোকদেরকে সঙ্গীতের সঙ্গে বের করে আনলেন।

44. তিনি তাদেরকে জাতিদের দেশ দিলেন,তারা লোকবৃন্দের শ্রম ফলের অধিকারী হল,

45. যেন তারা তাঁর সমস্ত বিধি পালন করে,তাঁর ব্যবস্থা রক্ষা করে।মাবুদের প্রশংসা হোক!

জবুর শরীফ 105