জবুর শরীফ 105:32-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন,ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন।

33. আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন,ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন।

34. তিনি বললেন, আর পঙ্গপাল এল,অসংখ্য পতঙ্গ এল।

35. তারা ওদের দেশের সমস্ত ওষধি গ্রাস করলো,ওদের ভূমির ফল খেয়ে ফেললো।

জবুর শরীফ 105