19. তিনি যা বলেছেন যতদিন তা সফল না হল,ততদিন মাবুদের কালাম তাঁকে পরীক্ষা করতে থাকলো।
20. বাদশাহ্ লোক পাঠিয়ে তাঁকে ছেড়ে দিলেন,জাতিদের শাসনর্কতা তাঁকে মুক্ত করলেন।
21. তিনি তাঁকে নিজের বাড়ির কর্তা করলেন,তাঁর সমস্ত সম্পত্তির মালিক করলেন,
22. যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন,ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন।
23. আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন,ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন।
24. আল্লাহ্ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন,দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন।
25. তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে,ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো,তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো।
26. তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে,যাঁকে তিনি মনোনীত করেছিলেন।
27. তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন,হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।
28. তিনি অন্ধকার পাঠালেন, আর অন্ধকার হল;তাঁরা তাঁর কালামের বিরুদ্ধাচরণ করলেন না।
29. তিনি ওদের পানি রক্তে পরিণত করলেন,ওদের সমস্ত মাছ মেরে ফেললেন।
30. ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল,ওদের বাদশাহ্দের অন্তঃপুরে তা প্রবেশ করলো।
31. তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল,পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে।
32. তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন,ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন।
33. আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন,ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন।
34. তিনি বললেন, আর পঙ্গপাল এল,অসংখ্য পতঙ্গ এল।