জবুর শরীফ 105:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. ‘আমার অভিষিক্ত ব্যক্তিদের স্পর্শ করো না,আমার নবীদের অপকার করো না।’

16. আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করলেন,খাদ্যরূপ সমস্ত লাঠি ভেঙ্গে ফেললেন।

17. তিনি তাদের আগে এক পুরুষকে পাঠালেন,ইউসুফকে গোলাম হিসেবে বিক্রি করা হল।

18. লোকে বেড়ী দ্বারা তাঁর চরণকে কষ্ট দিল;তাঁর প্রাণ লোহার শিকলে তিনি বাঁধা পড়লো।

19. তিনি যা বলেছেন যতদিন তা সফল না হল,ততদিন মাবুদের কালাম তাঁকে পরীক্ষা করতে থাকলো।

জবুর শরীফ 105