জবুর শরীফ 105:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক,জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।

2. তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর,তাঁর সকল অলৌকিক কাজ ধ্যান কর।

3. তাঁর পবিত্র নামের গর্ব কর;যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।

4. মাবুদের ও তাঁর শক্তির অনুসন্ধান কর,নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর।

5. স্মরণ কর তাঁর কৃত সমস্ত অলৌকিক কাজ,তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর উচ্চারিত সমস্ত শাসন;

6. হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশ,হে ইয়াকুবের সন্তানেরা, তাঁর মনোনীত লোকেরা।

7. তিনি মাবুদ, আমাদের আল্লাহ্‌,তাঁর সমস্ত শাসন সারা দুনিয়াতে বিদ্যমান।

8. তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন,সেই কালাম তিনি হাজার হাজার প্রজন্মের প্রতি হুকুম করেছেন;

9. সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন,সেই শপথ ইস্‌হাকের কাছে করলেন;

জবুর শরীফ 105