জবুর শরীফ 103:3-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তিনি তোমার সমস্ত অধর্ম মাফ করেন,তোমার সমস্ত রোগের প্রতিকার করেন।

4. তিনি কূপ থেকে তোমার জীবন মুক্ত করেন,অটল মহব্বত ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন।

5. তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন,ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।

6. মাবুদ ধর্মকার্য সাধন করেন,নির্যাতিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।

জবুর শরীফ 103