7. আমি সজাগ থাকি এবং এমন হয়েছি,যেন ছাদের উপরে চটক পাখি একাকী রয়েছে।
8. শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে,যারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত,তারা আমার নাম নিয়ে বদদোয়া দেয়।
9. বস্তুত আমি খাবারের মত ভস্ম খেয়েছি,আমার পানীয় দ্রব্যের সঙ্গে নেত্রজল মিশিয়েছি।