5. আমার জোরে জোরে কোঁকানোর দরুনআমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।
6. আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি,উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি।
7. আমি সজাগ থাকি এবং এমন হয়েছি,যেন ছাদের উপরে চটক পাখি একাকী রয়েছে।
8. শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে,যারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত,তারা আমার নাম নিয়ে বদদোয়া দেয়।
9. বস্তুত আমি খাবারের মত ভস্ম খেয়েছি,আমার পানীয় দ্রব্যের সঙ্গে নেত্রজল মিশিয়েছি।
10. এর কারণ তোমার ক্রোধ ও তোমার রোষ;কেননা তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।
11. আমার দিন হেলে পড়া ছায়ার মত,আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।
12. কিন্তু, হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন থাকবে,তোমার নাম পুরুষানুক্রমে স্থায়ী।
13. তুমি উঠবে, সিয়োনের প্রতি করুণা করবে;কারণ এখন তার প্রতি কৃপা করার সময়,কেননা নির্ধারিত কাল উপস্থিত হল।
14. যেহেতু তোমার গোলামেরা এর প্রস্তরে প্রীত,এর ধূলিকণার প্রতি কৃপা করছে।
15. এতে জাতিরা মাবুদের নাম ভয় করবে,দুনিয়ার সমস্ত বাদশাহ্ তোমার প্রতাপ দেখে ভয় পাবে।
16. কেননা মাবুদ সিয়োনকে গেঁথেছেন,তিনি নিজের মহিমায় দর্শন দিয়েছেন;