10. এর কারণ তোমার ক্রোধ ও তোমার রোষ;কেননা তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।
11. আমার দিন হেলে পড়া ছায়ার মত,আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।
12. কিন্তু, হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন থাকবে,তোমার নাম পুরুষানুক্রমে স্থায়ী।
13. তুমি উঠবে, সিয়োনের প্রতি করুণা করবে;কারণ এখন তার প্রতি কৃপা করার সময়,কেননা নির্ধারিত কাল উপস্থিত হল।
14. যেহেতু তোমার গোলামেরা এর প্রস্তরে প্রীত,এর ধূলিকণার প্রতি কৃপা করছে।
15. এতে জাতিরা মাবুদের নাম ভয় করবে,দুনিয়ার সমস্ত বাদশাহ্ তোমার প্রতাপ দেখে ভয় পাবে।
16. কেননা মাবুদ সিয়োনকে গেঁথেছেন,তিনি নিজের মহিমায় দর্শন দিয়েছেন;
17. তিনি দীনহীনদের মুনাজাতমুখী করেছেন,তাদের মুনাজাত তুচ্ছ করেন নি।
18. একথা ভাবী বংশের জন্য লেখা থাকবে;যাতে যে জাতি সৃষ্ট হবে, তারা মাবুদের প্রশংসা করতে পারে।
19. কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন;মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;