2. সানন্দে মাবুদের সেবা কর;আনন্দগানসহ তাঁর সম্মুখে এসো।
3. তোমরা জেনো, মাবুদই আল্লাহ্,তিনিই আমাদের নির্মাণ করেছেন, আমরা তাঁরই;আমরা তাঁর লোক ও তাঁর চারণভূমির মেষ।
4. তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর,প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর;তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর।
5. কেননা মাবুদ মঙ্গলময়;তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী;তাঁর বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী।