জবুর শরীফ 10:5-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. দুষ্টের পথ সর্বদা উন্নতির দিকে,তোমার সমস্ত বিচার ঊর্ধ্বে,তার দৃষ্টির বহির্ভূত থাকে;সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।

6. সে মনে মনে বলে আমি বিচলিত হব না,পুরুষানুক্রমে কখনও বিপদগ্রস্ত হব না।

7. তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ;তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে।

8. সে গ্রামের গুপ্ত স্থানে বসে থাকে,নিভৃত স্থানে নির্বোধকে খুন করে;তার চোখ এতিমকে ধরবার জন্য লুকিয়ে থাকে।

জবুর শরীফ 10