2. দুষ্টের অহংকারে দুঃখীকে অত্যাচার করে,ওদের কল্পিত ছলে ওরাই ধরা পড়ুক।
3. কেননা দুষ্ট নিজের মনোবাসনার গর্ব করে,লোভী মাবুদকে বদদোয়া দেয়, অবজ্ঞা করে।
4. দুষ্ট লোক সদর্পে বলে তিনি অনুসন্ধান করবেন না;আল্লাহ্ নেই, এ-ই তার চিন্তার সার।
5. দুষ্টের পথ সর্বদা উন্নতির দিকে,তোমার সমস্ত বিচার ঊর্ধ্বে,তার দৃষ্টির বহির্ভূত থাকে;সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।
6. সে মনে মনে বলে আমি বিচলিত হব না,পুরুষানুক্রমে কখনও বিপদগ্রস্ত হব না।
7. তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ;তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে।
8. সে গ্রামের গুপ্ত স্থানে বসে থাকে,নিভৃত স্থানে নির্বোধকে খুন করে;তার চোখ এতিমকে ধরবার জন্য লুকিয়ে থাকে।
9. সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্তস্থানে থাকে,দুঃখীকে ধরবার জন্য অন্তরালে থাকে;সে দুঃখীকে ধরে, নিজের জালে টানে।
10. সে ওঁৎ পেতে থাকে, সে অবনত হয়,এতিমরা তার প্রবল থাবার নিচে পড়ে।
11. সে মনে মনে বলে, আল্লাহ্ ভুলে গেছেন,তিনি মুখ লুকিয়েছেন,কখনও দেখবেন না;
12. হে মাবুদ, উঠ;হে আল্লাহ্, তোমার হাত বাড়িয়ে দাও।দুঃখীদেরকে ভুলে যেও না।