জবুর শরীফ 10:11-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. সে মনে মনে বলে, আল্লাহ্‌ ভুলে গেছেন,তিনি মুখ লুকিয়েছেন,কখনও দেখবেন না;

12. হে মাবুদ, উঠ;হে আল্লাহ্‌, তোমার হাত বাড়িয়ে দাও।দুঃখীদেরকে ভুলে যেও না।

13. দুষ্ট কেন আল্লাহ্‌কে অবজ্ঞা করে?কেন মনে মনে বলে, তুমি অনুসন্ধান করবে না?

14. তুমি দেখেছ, কেননা তুমি জুলুম ও দুর্দশার প্রতি দৃষ্টিপাত করছো,যেন তার প্রতিকার নিজের হাতে কর;এতিম তো তোমারই উপরে তার ভার তুলে দেয়;তুমিই এতিমের সহায়।

জবুর শরীফ 10