জবুর শরীফ 1:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সুখী সেই ব্যক্তি,যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,গুনাহ্‌গারদের পথে দাঁড়ায় না,নিন্দুকদের সভায় বসে না।

2. কিন্তু মাবুদের শরীয়তে আনন্দ করে,তাঁর শরীয়ত দিনরাত ধ্যান করে।

3. সে পানির স্রোতের তীরে লাগানো গাছের মত হবে,যা যথা সময়ে ফল দেয়, যার পাতা ম্লান হয় না;আর সে যা কিছু করে, তাতেই কৃতকার্য হয়।

4. দুষ্টরা সেরকম নয়;কিন্তু তারা বায়ুচালিত তুষের মত।

5. এজন্য দুষ্টরা বিচারে টিকবে না,গুনাহ্‌গারেরা ধার্মিকদের জমায়েতে দাঁড়াবে না।

জবুর শরীফ 1