গালাতীয় 1:22-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. আর তখনও আমি এহুদিয়ায় অবস্থিত মসীহে আশ্রিত মণ্ডলীগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না।

23. তারা কেবল এই কথা শুনতে পেয়েছিল, যে ব্যক্তি আগে আমাদের নির্যাতন করতো সে এখন সেই ঈমানের বিষয়ে তবলিগ করছে যা আগে উৎপাটন করতো;

24. এবং তারা আমার দরুন আল্লাহ্‌র গৌরব করতো।

গালাতীয় 1