কাজীগণ 7:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তখন মাবুদ গিদিয়োনকে বললেন, এই যে তিন শত লোক পানি চেটে খেল, এদের দ্বারা আমি তোমাদের নিস্তার করবো ও মাদিয়ানীয়দের তোমার হাতে তুলে দেব; অন্য সমস্ত লোক নিজ নিজ স্থানে গমন করুক।

8. পরে লোকেরা স্ব স্ব হাতে খাদ্য-দ্রব্য ও তূরী গ্রহণ করলো, আর তিনি ইসরাইলের লোকদেরকে নিজ নিজ তাঁবুতে বিদায় করে ঐ তিন শত লোককে রাখলেন; সেই সময়ে মাদিয়ানের শিবির ছিল গিদিয়োনের শিবিরের নিচের উপত্যকাতে।

9. আর সেই রাতে মাবুদ তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হাতে তা তুলে দিয়েছি।

10. আর যদি তুমি যেতে ভয় পাও, তবে তোমার ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে নেমে শিবিরে যাও,

11. এবং ওরা যা বলে তা শোন। এর পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি তাঁর ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে শিবিরের সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্যন্ত নেমে গেলেন।

কাজীগণ 7